✪পরিমাপ সম্পর্কীয় সাধারন জ্ঞান✪
August 30
মাপ সময় হিসাব
1.C.G.S পদ্ধতি:-
C.G.S পদ্ধতির পূর্ণরূপ হল সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি (Centimetre Gram Second System) ।
এ পদ্ধতিতে —
দৈর্ঘ্যের একক: সেন্টিমিটার (Centimetre)
ভরের একক : গ্রাম (Gram)
সময়ের একক : সেকেন্ড (Second) ।
2.M.K.S পদ্ধতি:-
M.K.S পদ্ধতির পূর্ণরূপ হল মিটার কিলো গ্রাম সেকেন্ড পদ্ধতি (Metre Kilogram Second System) ।
এ পদ্ধতিতে —
দৈর্ঘ্যের একক : মিটার (Metre)
ভরের একক : কিলোগ্রাম (Kilogram)
সময়ের একক : সেকেন্ড (Second) ।
3.F.P.S পদ্ধতি:-
F.P.S পদ্ধতির পূর্ণরূপ হল ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি (Foot Pound Second System) ।
এ পদ্ধতিতে —
দৈর্ঘ্যের একক : ফুট (Foot)
ভরের একক : পাউন্ড (Pound)
সময়ের একক : সেকেন্ড (Second) ।
4.S.I পদ্ধতি:-
1960 সাল থেকে দুনিয়া জোড় বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয় । এককের এই পদ্ধতিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি (International System of Units) বা সংক্ষেপে এস, আই (S.I) ।
5.দেশীয় পদ্ধতিতে (Local system):
1 মণ (Mound)=40 সের (Seer)
1 সের (Seer)=16 ছটাক (Chataks)
1 ছটাক (Chatak)=5 তোলা (Tolas)
6.বৃটিশ পদ্ধতিতে (British system):
1 পাউন্ড (Paund or lb)= 16 আউন্স (Ounce)
1 কোয়ার্টার (Quarter)= 28 পাউন্ড (Pound)
1 হন্দর (Handar)= 4 কোয়ার্টার (Quarter)
1 বৃটিশ টন (British ton)= 20 হন্দর (Handar)
1 হন্দর= 50.8 কিলোগ্রাম(প্রায়)
7.ওজন পরিমাপের বিভিন্ন এককের মধ্য সম্পর্কঃ
1 গ্রাম (Gram) = 0.0022 পাউন্ড (Pound)
1 গ্রাম (Gram)= 0.086 তোলা
1 পাউন্ড (pound) = 0.4536 কেজি (kg)
1 কেজি (kg) = 2.2 পাউন্ড (pound)
1 কেজি (kg)= 1.07 সের
1 সের (Seer) = 0.93 কিলোগ্রাম (kg)
1 মণ (Mound) = 37.2 কিলোগ্রাম (kg)
1 হন্দর (Handar) = 1মণ 14 সের 7 ছটাক
1 বৃটিশ টন (British ton)= 27 মণ
9 সের =1 মেট্রিক টন 16 কিলোগ্রাম
1 মণ- 37.32কেজি
1 টন-1000কেজি
1 শর্ট টন = 2240 পাউন্ড
1 সের =0.933 কিলােগ্রাম (প্রায়)
1 বেল = 400 পাউন্ড
1 বেল = 5 মন (প্রায়) (বেল পাট ও তুলা ওজন পরিমাপের একক)
1 লিটার = 0.22 গ্যালন
1 ব্যারেল = 159 লিটার (প্রায়)
1ব্যারেল =34.9726 গ্যালন
1 গ্যালন =4.546 লিটার (প্রায়)
8.ভারতীয় সময় পরিমাপক একক অনুসারে, এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয় পর্যন্ত সময়কে মােট 60 টি দণ্ডে ভাগ করা হয়েছে।
1 পলক = 24 সেকেন্ড
1 ক্ষণ = 4 মিনিট
1 নিমেষ = 16 মিনিট
1 দণ্ড = 24 মিনিট
1 মুহূর্ত = 48 মিনিট
1 প্রহর =1 যাম বা 3 ঘণ্টা
1 যাম = 3 ঘন্টা
24 ঘন্টা = 60 দণ্ড
1 ঘন্টা = 2.5 দণ্ড
1 দিন = 8 প্রহর
1 সপ্তাহ = 7 দিন
1 পক্ষ = 15 দিন-রাত
1 মাস = 2 পক্ষ
1 মাস = 4 সপ্তাহ
1 মাস = 30 দিন
1 ঋতু= 2 মাস
1 ঋতু= 4 পক্ষ
1 ঋতু= 8 সপ্তাহ
1 ঋতু= 60 দিন
1 অয়ন = 6 মাস
2 অয়ন = 1 বছর
1 বছর= 12 মাস
1 বছর= 24 পক্ষ
1 বছর= 365দিন
1 বছর= 52 সপ্তাহ
1 অধিবর্ষ = 366 দিন
1 অর্ধযুগ = 6 বছর
1 যুগ = 12 বছর
1 প্রজন্ম = 25 বছর
1 অর্ধ-শতাব্দী = 50 বছর
1 শতাব্দী = 100 বছর
9. বর্ষপূর্তি
1 মাস পূর্তি- মাসিক
3 মাস পূর্তি-ত্রৈমাসিক
6 মাস পূর্তি-ষান্মাসিক
1 বছর পূর্তি- বাৎসরিক,
বার্ষিক 10 বছর
পূর্তি- এক দশক
12 বছর পূর্তি-এক যুগ,
শর্ট টেকনিকঃ রজত সুবর্ণকে হীরের প্লেট উপহার দিলো একশত টি
25 বছর পূর্তি – রজত জয়ন্তী
40 বছর পূর্তি-রুবি জয়ন্তী
50 বছর পূর্তি- সুবর্ণ জয়ন্তী
60 বছর পূর্তি- হীরক জয়ন্তী
75 বছর পূর্তি-প্ল্যাটিনাম জয়ন্তী
100 বছর পূর্তি – শতবার্ষিকী
150 বছর পূর্তি – সার্ধশত বার্ষিকী
200 বছর পূর্তি – দ্বিশত বার্ষিকী
300 বছর পূর্তি- ত্রিশত বার্ষিকী
1000 বছর পূর্তি- সহস্রাব্দ।
10.সময় ও কালের এর গননা পরমাণু হল অত্যন্ত সূক্ষ্ম কাল । দুটি পরমাণুর এক অণু ও তিন অণুর একটি ত্রসরেণু হয় । জানলার ফাকে আসা সূর্যের কিরণে ত্রসরেণু উড়তে দেখা যায় । এরূপ তিনটি ত্রসরেণু অতিক্রম করতে সূর্যরশ্মি যে সময় নেয় , তাকে ক্রটি বলে ।
100 ক্ৰটিতে = 1 বেধ,
3 বেধে = 1 লব ,
3 লবে = 1 নিমেষ ,
3 নিমেষে = 1 ক্ষণ হয়,
5 ক্ষণে = 1 কাষ্ঠা ,
15 কাষ্ঠাতে = 1 লঘু ,
15 লঘুতে = 1 নাড়ি ,
2 নাড়ি = 1 মুহূর্ত,
6/7 নাড়িতে = 1 প্রহর (3ঘন্টা)
11.★ব্রাহ্মমুহূর্ত- আমি পড়েছি সূর্যোদয়ের পর প্রথম 48 মিনিট কে বলে কিন্তু অনেক কমেন্ট পরেছি যারা সূর্যোদয়ের পূর্ব-মুহূর্তের 48 মিনিট ব্রাহ্মমুহূর্ত হিসাবেব নানা আচার-অনুষ্ঠান পালন করে তাই আমিও ধন্ধে আছি কারো সঠিক জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন
12.লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাবঃ-
100 হাজার=>1 লক্ষ
10 লক্ষ =>1 মিলিয়ন
100 লক্ষ=> 1 কোটি
1 কোটি=> 10 মিলিয়ন
1 মিলিয়ন=> 10 লক্ষ
10 মিলিয়ন=> 1 কোটি
100 মিলিয়ন=> 10 কোটি
1000 মিলিয়ন=> 100 কোটি
1000 মিলিয়ন=> 1 বিলিয়ন
1 বিলিয়ন=> 100 কোটি
10 বিলিয়ন=>1000 কোটি
100 বিলিয়ন=>10,000 কোটি
1000 বিলিয়ন=>1 লক্ষ কোটি
1000 বিলিয়ন=>1 ট্রিলিয়ন
1 ট্রিলিয়ন=>1 লক্ষ কোটি
10 ট্রিলিয়ন=>10 লক্ষ কোটি
Million, Billion, Trillion পর ইংরেজি সংখ্যাবাচক শব্দ এর পরে আসে Quadrillion, Quintillion, Sextillion, Septillion, Octillion, Nonillion, Decillion and Undec zeroillion.
13.Units of Computer Memory Measurement: 1 Bit = Binary Digit
8 Bits = 1 bytes
1024 Bytes = 1 Kilobytes
1024 Kilobytes = 1 Megabytes
1024 Megabytes = 1 Gigabytes
1024 Gigabytes = 1 Terabytes
1024 Terabytes = 1 Petabytes
1024 Petabytes = 1 Exabytes
1024 Exabytes = 1 Zettabytes
1024 Zettabytes = 1 Yottabytes
1024 Yottabytes =1 Brontobytes
1024 Brontobytes = 1 Geopbytes
1024 Geopbyte=1 Saganbytes
1024 Saganbyte=1 Pijabytes
Darmstadbyte = 1024 Meitner Bytes
Roentbyte = 1024 Darmstadbytes
Coperbyte = 1024 Roentbytes
Alphabyte = 1024 Petabytes
Kryat Byte = 1024 Alphabytes
Amosbyte = 1024 Kilobytes
Pectrolbyte = 1024 Amosbytes
Bolger Byte = 1024 Petrol Bytes
Sambobyte = 1024 Bolgerbytes
Seaborg Byte = 1024 Kibibytes
Quesabyte = 1024 Sambobytes
Gigabyte = 1024 Megabytes
Rutherbyte = 1024 Kilobytes
Dubnibyte = 1024 Rutherbytes
Bohr Byte = 1024 Seaborg Bytes
Hassio Byte = 1024 Bohr Bytes
Meitner Byte = 1024 Hassio Bytes
14.দ্রব্য গণনা
1 হালি = 4টি
1 ডজন = 12টি
12 ডজন = 1 গ্লোস
1 গ্লোস = 144 টি
1 বান্ডিল = 25 টি
1 প্যাক = 4 বান্ডিল
1 স্কোট = 20 টি
1 দিস্তা = 24টি
1 রিম = 20 দিস্তা
1 রিম = 500 টি
15.(ক্যারেট মূল্যবান পাথর ও রত্নের গজন পরিমাপের একক)
1 ভরি = 16 আনা
1 ক্যারেট(ct)=0.20 গ্রাম( মনে রাখবেন ওজন এবং আকারের এই সম্পর্ক প্রতিটি ভিন্ন রত্নের ক্ষেত্রে পৃথক পৃথক)
1 আউন্স=28.35 গ্রাম
1 কিলোমিটার => 1,000 মিটার
1 মিটার => 1,000 মিলিমিটার
1 মিটার => 100 সেন্টিমিটার
1 ফুট => 0.3048 মিটার
5 কাঠা-3600 বর্গফুট
1 বর্গইঞ্চি-6.45 সেন্টিমিটার
1 ঘন মিটার-1000 লিটার
16. ব্রিটিশ পদ্ধতি
1 ফুট=12 ইঞ্চি
1 গজ=3 ফুট
1 মাইল=1760 গজ
1 নটিক্যাল মাইল=6080 ফুট
1 ফার্লং=220 গজ
1 মাইল=8 ফার্লং
17.দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতি
1 মিটার = 39.37 ইঞ্চি (প্রায়)
1 কিলোমিটার = 0.62 মাইল (প্রায়)
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার (প্রায়)
1 গজ = 0.9144 মিটার (প্রায়)
1 মাইল = 1.61 কিলোমিটার (প্রায়)
1 নেটিক্যাল মাইল=1853.18 মিটার
1 ফ্যাদম= 6 ফুট
★ নটিক্যাল- জলপথের দূরত্ব পরিমাপ একক।
★ ফ্যাদম – জলের গভীরতা পরিমাপের একক।
18. মেট্রিক পদ্ধতি দৈর্ঘ্য পরিমাপের একক – মিটার
10 মিলিমিটার = 1 সেন্টিমিটার
10 সেন্টিমিটার = 1 ডেসিমিটার
10 ডেসিমিটার = 1 মিটার
10 মিটার = 1 ডেকামিটার
10 ডেকামিটার = 1 হেক্টোমিটার
10 হেক্টোমিটার = 1 কিলোমিটার
19. ভর পরিমাপের মূল একক : গ্রাম
10 মিলিগ্রাম= 1 সেন্টিগ্রাম
10 সেন্টিগ্রাম = 1 ডেসিগ্রাম
10 ডেসিগ্রাম = 1 গ্রাম
10 গ্রাম = 1 ডেকাগ্রাম
10 ডেকাগ্রাম = 1 হেক্টোগ্রাম
10 হেক্টোগ্রাম = 1 কিলোগ্রাম
100 কিলোগ্রাম = 1 কুইন্টাল
1000 কিলোগ্রাম = 1 মেট্রিকটন
10 কুইন্টাল = 1 মেট্রিকটন
20.10 মিলিলিটার = 1 সেন্টিলিটার।
10 সেন্টিলিটার = 1 ডেসিলিটার।
10 ডেসিলিটার = 1 লিটার।
10 লিটার = 1 ডেকালিটার।
10 ডেকালিটার = 1 হেক্টোলিটার।
10 হেক্টোলিটার = 1 কিলোলিটার।
100 বর্গ মিলিমিটার = 1 বর্গসেন্টিমিটার।
100 বর্গসেন্টিমিটার = 1 বর্গডেসিমিটার।
100 বর্গ ডেসিমিটার = 1 বর্গমিটার।
100 বর্গ মিটার = 1 বর্গডেকামিটার (1 এয়র)।
100 বর্গ ডেকামিটার = 1 বর্গহেক্টোমিটার (1 হেক্টর)।
100 বর্গ হেক্টোমিটার = 1 বর্গকিলোমিটার।
21. জমির পরিমাপ
1 বিঘা = 14,400 বর্গফুট
1 বিঘা = 1600 বর্গগজ
1 বিঘা = 20 কাঠা
1 বিঘা = 1 বর্গরাশি
1 বিঘা = 33 শতক
1 কাঠা = 720 বর্গফুট(18″)
1 কাঠা = 80 বর্গগজ
1কাঠা= 1.65 শতক/শতাংশ
1 কাঠা = 16 ছটাক
1 বিঘা= 20 কাঠা
1 একর= 60.5 কাঠা
1 একর = 3 বিঘা 8 ছটাক
1 একর=43560 বর্গফুট
1 একর= 60.5 কাঠা
1 একর= 100 শতক
1একর= 4840 বর্গগজ
1 একর= 10 বর্গ চেইন
1 চেইন= 22 গজ
1 বর্গ চেইন= 484 বর্গগজ
1 ছটাক= 0.10313 শতক
1 ছটাক= 45.54বর্গফুট (18″)
1 ছটাক= 5.01বর্গগজ
1 বর্গগজ= 9বর্গফুট
1 বর্গফুট= 144 বর্গ ইঞ্চি
1 বর্গ কিমি=247 একর
1 বর্গমাইল= 640 একর
1 শতক = 65.45 বর্গ ইঞ্চি
1 শতক = 435.6 বর্গফুট
1 শতাংশ=100 অযুতাংশ
1 শতাংশ=48.40 বর্গগজ
5 শতাংশ= 3 কাঠা
10 শতাংশ= 4356 বর্গফুট
1 বর্গমিটার=1.196 বর্গগজ
1 বর্গমিটার=10.76 বর্গফুট (প্রায়)
1 হেক্টর=2.47 একর (প্রায়)
1 হেক্টর=7.47 বিঘা
1 হেক্টর= 10000 বর্গমিটার
1 হেক্টর= 100 এয়র
1 এয়র= 100 বর্গমিটার
1 বর্গ মাইল= 640 বর্গ একর
1 বর্গহাত = 1 গণ্ডা। 4 বর্গহাত = 4 গন্ডা = 9 বর্গফুট = 0.84 বর্গমিটার।
1 ছটাক= 20 গণ্ডা
1 কাঠা= 66.89 বর্গমিটার।
1 বিঘা = 1337.8 বর্গমিটার
1 একর = 4046.24 বর্গমিটার।
1 শতক =1000 বর্গ কড়ি।
1 বর্গমাইল = 1936বিঘা।
10 ঘন মিটার = 1 ঘন স্টেয়র।
10 ঘন স্টেয়র = 1 ডেকাস্টেয়র।
1 স্টেয়র = 35.3 ঘনফুট।
1 ডেকাস্টেয়র =13.08 ঘনগজ।
22.ওজন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক :-
1 গ্রাম = 0.0022 পাউন্ড
1 গ্রাম= 0.086 তােলা
1 পাউন্ড=0.4536 কেজি
1 সের =0.93 কিলােগ্রাম
1 বৃটিশ টন= 27 মণ 9 সের।
1 বৃটিশ টন= 1 মেট্রিকটন 16 কিলােগ্রাম (kg)
23.
1 ভরি = 16 আনা ;
1 আনা = 6 রতি
1 গজ = 3 ফুট
1 গজ = 2 হাত
1 রড= 25 লিংক
1 মাইল= 4 রড
1 মাইল= 8 ফার্লং
1 ফার্লং= 10 চেইন
1 মিটার = 39.37 ইঞ্চি
24.সূক্ষ্ম হিসেব
1 গ্রেন = 1 টি গমের সমান।
1 রতি = 2 গ্রেন বা 120 মিলিগ্রাম ( 6 টি চালের সমান )।
1 মাশা = ৪ রতি
1 মাশা = 15 গ্রেন
1 মাশা = 1 গ্রাম
8 রতি = 15 গ্রেন
15 গ্রেন = 1 গ্রাম
1 তােলা = 12 মাশা
1 তােলা = 12 গ্রাম
5 তােলা = 2 আউন্স,
1 তােলা = 3 ড্রাম চা চামচ
1 ছটাক = 5 তােলা
1 ছটাক= 2 আউন্স,
1 ছটাক = 60 গ্রাম
1 আউন্স = 30 গ্রাম
1 আউন্স = 8 ড্রাম
1 আউন্স= ½ ছটাক
1 সের = 16 ছটাক
16 ছটাক= 960 গ্রাম
1 সের= 32 আউন্স
1 সের= 960 গ্রাম।
1 টেবিল চামচ = 3 চা চামচ
1 কাপ = 16 টেবিল চামচ
1 কাপ = 48 চা চামচ
1 পাউণ্ড = 16 আউন্স
1 পাউণ্ড= ½সের
1 পাউণ্ড= 480 গ্রাম
1 গ্রেন = 60 মিলি গ্রাম
1 গ্রেন = 1 মিনিম ( ফোটা )।
1 গ্রাম = 1 মিলি . লিটার বা সি.সি. 15 গ্রেন বা 15 ফোঁটা।
1 মিলিগ্রাম = 1000 মাইকোগ্রাম ।
1 গ্রাম = 1000 মিলিগ্রাম ।
1 কিলােগ্রাম = 1000 গ্রাম ।
1 কিলােগ্রাম= 2.2 পাউণ্ড 1 সের
1 ছটাক = 1000 গ্রাম ।
প্রসঙ্গতঃ উল্লেখ্য , যেখানে যেখানে টেবিল চামচের উল্লেখ না করে চামচের কথা বলা হয়েছে , সেখানে সেখানে তা চা – চামচ বলে ধরে নিতে হবে । 3 চা – চামচে 1 টেবিল চামচ হয়।
1.C.G.S পদ্ধতি:-
C.G.S পদ্ধতির পূর্ণরূপ হল সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি (Centimetre Gram Second System) ।
এ পদ্ধতিতে —
দৈর্ঘ্যের একক: সেন্টিমিটার (Centimetre)
ভরের একক : গ্রাম (Gram)
সময়ের একক : সেকেন্ড (Second) ।
2.M.K.S পদ্ধতি:-
M.K.S পদ্ধতির পূর্ণরূপ হল মিটার কিলো গ্রাম সেকেন্ড পদ্ধতি (Metre Kilogram Second System) ।
এ পদ্ধতিতে —
দৈর্ঘ্যের একক : মিটার (Metre)
ভরের একক : কিলোগ্রাম (Kilogram)
সময়ের একক : সেকেন্ড (Second) ।
3.F.P.S পদ্ধতি:-
F.P.S পদ্ধতির পূর্ণরূপ হল ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি (Foot Pound Second System) ।
এ পদ্ধতিতে —
দৈর্ঘ্যের একক : ফুট (Foot)
ভরের একক : পাউন্ড (Pound)
সময়ের একক : সেকেন্ড (Second) ।
4.S.I পদ্ধতি:-
1960 সাল থেকে দুনিয়া জোড় বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয় । এককের এই পদ্ধতিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি (International System of Units) বা সংক্ষেপে এস, আই (S.I) ।
5.দেশীয় পদ্ধতিতে (Local system):
1 মণ (Mound)=40 সের (Seer)
1 সের (Seer)=16 ছটাক (Chataks)
1 ছটাক (Chatak)=5 তোলা (Tolas)
6.বৃটিশ পদ্ধতিতে (British system):
1 পাউন্ড (Paund or lb)= 16 আউন্স (Ounce)
1 কোয়ার্টার (Quarter)= 28 পাউন্ড (Pound)
1 হন্দর (Handar)= 4 কোয়ার্টার (Quarter)
1 বৃটিশ টন (British ton)= 20 হন্দর (Handar)
1 হন্দর= 50.8 কিলোগ্রাম(প্রায়)
7.ওজন পরিমাপের বিভিন্ন এককের মধ্য সম্পর্কঃ
1 গ্রাম (Gram) = 0.0022 পাউন্ড (Pound)
1 গ্রাম (Gram)= 0.086 তোলা
1 পাউন্ড (pound) = 0.4536 কেজি (kg)
1 কেজি (kg) = 2.2 পাউন্ড (pound)
1 কেজি (kg)= 1.07 সের
1 সের (Seer) = 0.93 কিলোগ্রাম (kg)
1 মণ (Mound) = 37.2 কিলোগ্রাম (kg)
1 হন্দর (Handar) = 1মণ 14 সের 7 ছটাক
1 বৃটিশ টন (British ton)= 27 মণ
9 সের =1 মেট্রিক টন 16 কিলোগ্রাম
1 মণ- 37.32কেজি
1 টন-1000কেজি
1 শর্ট টন = 2240 পাউন্ড
1 সের =0.933 কিলােগ্রাম (প্রায়)
1 বেল = 400 পাউন্ড
1 বেল = 5 মন (প্রায়) (বেল পাট ও তুলা ওজন পরিমাপের একক)
1 লিটার = 0.22 গ্যালন
1 ব্যারেল = 159 লিটার (প্রায়)
1ব্যারেল =34.9726 গ্যালন
1 গ্যালন =4.546 লিটার (প্রায়)
8.ভারতীয় সময় পরিমাপক একক অনুসারে, এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয় পর্যন্ত সময়কে মােট 60 টি দণ্ডে ভাগ করা হয়েছে।
1 পলক = 24 সেকেন্ড
1 ক্ষণ = 4 মিনিট
1 নিমেষ = 16 মিনিট
1 দণ্ড = 24 মিনিট
1 মুহূর্ত = 48 মিনিট
1 প্রহর =1 যাম বা 3 ঘণ্টা
1 যাম = 3 ঘন্টা
24 ঘন্টা = 60 দণ্ড
1 ঘন্টা = 2.5 দণ্ড
1 দিন = 8 প্রহর
1 সপ্তাহ = 7 দিন
1 পক্ষ = 15 দিন-রাত
1 মাস = 2 পক্ষ
1 মাস = 4 সপ্তাহ
1 মাস = 30 দিন
1 ঋতু= 2 মাস
1 ঋতু= 4 পক্ষ
1 ঋতু= 8 সপ্তাহ
1 ঋতু= 60 দিন
1 অয়ন = 6 মাস
2 অয়ন = 1 বছর
1 বছর= 12 মাস
1 বছর= 24 পক্ষ
1 বছর= 365দিন
1 বছর= 52 সপ্তাহ
1 অধিবর্ষ = 366 দিন
1 অর্ধযুগ = 6 বছর
1 যুগ = 12 বছর
1 প্রজন্ম = 25 বছর
1 অর্ধ-শতাব্দী = 50 বছর
1 শতাব্দী = 100 বছর
9. বর্ষপূর্তি
1 মাস পূর্তি- মাসিক
3 মাস পূর্তি-ত্রৈমাসিক
6 মাস পূর্তি-ষান্মাসিক
1 বছর পূর্তি- বাৎসরিক,
বার্ষিক 10 বছর
পূর্তি- এক দশক
12 বছর পূর্তি-এক যুগ,
শর্ট টেকনিকঃ রজত সুবর্ণকে হীরের প্লেট উপহার দিলো একশত টি
25 বছর পূর্তি – রজত জয়ন্তী
40 বছর পূর্তি-রুবি জয়ন্তী
50 বছর পূর্তি- সুবর্ণ জয়ন্তী
60 বছর পূর্তি- হীরক জয়ন্তী
75 বছর পূর্তি-প্ল্যাটিনাম জয়ন্তী
100 বছর পূর্তি – শতবার্ষিকী
150 বছর পূর্তি – সার্ধশত বার্ষিকী
200 বছর পূর্তি – দ্বিশত বার্ষিকী
300 বছর পূর্তি- ত্রিশত বার্ষিকী
1000 বছর পূর্তি- সহস্রাব্দ।
10.সময় ও কালের এর গননা পরমাণু হল অত্যন্ত সূক্ষ্ম কাল । দুটি পরমাণুর এক অণু ও তিন অণুর একটি ত্রসরেণু হয় । জানলার ফাকে আসা সূর্যের কিরণে ত্রসরেণু উড়তে দেখা যায় । এরূপ তিনটি ত্রসরেণু অতিক্রম করতে সূর্যরশ্মি যে সময় নেয় , তাকে ক্রটি বলে ।
100 ক্ৰটিতে = 1 বেধ,
3 বেধে = 1 লব ,
3 লবে = 1 নিমেষ ,
3 নিমেষে = 1 ক্ষণ হয়,
5 ক্ষণে = 1 কাষ্ঠা ,
15 কাষ্ঠাতে = 1 লঘু ,
15 লঘুতে = 1 নাড়ি ,
2 নাড়ি = 1 মুহূর্ত,
6/7 নাড়িতে = 1 প্রহর (3ঘন্টা)
11.★ব্রাহ্মমুহূর্ত- আমি পড়েছি সূর্যোদয়ের পর প্রথম 48 মিনিট কে বলে কিন্তু অনেক কমেন্ট পরেছি যারা সূর্যোদয়ের পূর্ব-মুহূর্তের 48 মিনিট ব্রাহ্মমুহূর্ত হিসাবেব নানা আচার-অনুষ্ঠান পালন করে তাই আমিও ধন্ধে আছি কারো সঠিক জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন
12.লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাবঃ-
100 হাজার=>1 লক্ষ
10 লক্ষ =>1 মিলিয়ন
100 লক্ষ=> 1 কোটি
1 কোটি=> 10 মিলিয়ন
1 মিলিয়ন=> 10 লক্ষ
10 মিলিয়ন=> 1 কোটি
100 মিলিয়ন=> 10 কোটি
1000 মিলিয়ন=> 100 কোটি
1000 মিলিয়ন=> 1 বিলিয়ন
1 বিলিয়ন=> 100 কোটি
10 বিলিয়ন=>1000 কোটি
100 বিলিয়ন=>10,000 কোটি
1000 বিলিয়ন=>1 লক্ষ কোটি
1000 বিলিয়ন=>1 ট্রিলিয়ন
1 ট্রিলিয়ন=>1 লক্ষ কোটি
10 ট্রিলিয়ন=>10 লক্ষ কোটি
Million, Billion, Trillion পর ইংরেজি সংখ্যাবাচক শব্দ এর পরে আসে Quadrillion, Quintillion, Sextillion, Septillion, Octillion, Nonillion, Decillion and Undec zeroillion.
13.Units of Computer Memory Measurement: 1 Bit = Binary Digit
8 Bits = 1 bytes
1024 Bytes = 1 Kilobytes
1024 Kilobytes = 1 Megabytes
1024 Megabytes = 1 Gigabytes
1024 Gigabytes = 1 Terabytes
1024 Terabytes = 1 Petabytes
1024 Petabytes = 1 Exabytes
1024 Exabytes = 1 Zettabytes
1024 Zettabytes = 1 Yottabytes
1024 Yottabytes =1 Brontobytes
1024 Brontobytes = 1 Geopbytes
1024 Geopbyte=1 Saganbytes
1024 Saganbyte=1 Pijabytes
Darmstadbyte = 1024 Meitner Bytes
Roentbyte = 1024 Darmstadbytes
Coperbyte = 1024 Roentbytes
Alphabyte = 1024 Petabytes
Kryat Byte = 1024 Alphabytes
Amosbyte = 1024 Kilobytes
Pectrolbyte = 1024 Amosbytes
Bolger Byte = 1024 Petrol Bytes
Sambobyte = 1024 Bolgerbytes
Seaborg Byte = 1024 Kibibytes
Quesabyte = 1024 Sambobytes
Gigabyte = 1024 Megabytes
Rutherbyte = 1024 Kilobytes
Dubnibyte = 1024 Rutherbytes
Bohr Byte = 1024 Seaborg Bytes
Hassio Byte = 1024 Bohr Bytes
Meitner Byte = 1024 Hassio Bytes
14.দ্রব্য গণনা
1 হালি = 4টি
1 ডজন = 12টি
12 ডজন = 1 গ্লোস
1 গ্লোস = 144 টি
1 বান্ডিল = 25 টি
1 প্যাক = 4 বান্ডিল
1 স্কোট = 20 টি
1 দিস্তা = 24টি
1 রিম = 20 দিস্তা
1 রিম = 500 টি
15.(ক্যারেট মূল্যবান পাথর ও রত্নের গজন পরিমাপের একক)
1 ভরি = 16 আনা
1 ক্যারেট(ct)=0.20 গ্রাম( মনে রাখবেন ওজন এবং আকারের এই সম্পর্ক প্রতিটি ভিন্ন রত্নের ক্ষেত্রে পৃথক পৃথক)
1 আউন্স=28.35 গ্রাম
1 কিলোমিটার => 1,000 মিটার
1 মিটার => 1,000 মিলিমিটার
1 মিটার => 100 সেন্টিমিটার
1 ফুট => 0.3048 মিটার
5 কাঠা-3600 বর্গফুট
1 বর্গইঞ্চি-6.45 সেন্টিমিটার
1 ঘন মিটার-1000 লিটার
16. ব্রিটিশ পদ্ধতি
1 ফুট=12 ইঞ্চি
1 গজ=3 ফুট
1 মাইল=1760 গজ
1 নটিক্যাল মাইল=6080 ফুট
1 ফার্লং=220 গজ
1 মাইল=8 ফার্লং
17.দৈর্ঘ্য পরিমাপের মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতি
1 মিটার = 39.37 ইঞ্চি (প্রায়)
1 কিলোমিটার = 0.62 মাইল (প্রায়)
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার (প্রায়)
1 গজ = 0.9144 মিটার (প্রায়)
1 মাইল = 1.61 কিলোমিটার (প্রায়)
1 নেটিক্যাল মাইল=1853.18 মিটার
1 ফ্যাদম= 6 ফুট
★ নটিক্যাল- জলপথের দূরত্ব পরিমাপ একক।
★ ফ্যাদম – জলের গভীরতা পরিমাপের একক।
18. মেট্রিক পদ্ধতি দৈর্ঘ্য পরিমাপের একক – মিটার
10 মিলিমিটার = 1 সেন্টিমিটার
10 সেন্টিমিটার = 1 ডেসিমিটার
10 ডেসিমিটার = 1 মিটার
10 মিটার = 1 ডেকামিটার
10 ডেকামিটার = 1 হেক্টোমিটার
10 হেক্টোমিটার = 1 কিলোমিটার
19. ভর পরিমাপের মূল একক : গ্রাম
10 মিলিগ্রাম= 1 সেন্টিগ্রাম
10 সেন্টিগ্রাম = 1 ডেসিগ্রাম
10 ডেসিগ্রাম = 1 গ্রাম
10 গ্রাম = 1 ডেকাগ্রাম
10 ডেকাগ্রাম = 1 হেক্টোগ্রাম
10 হেক্টোগ্রাম = 1 কিলোগ্রাম
100 কিলোগ্রাম = 1 কুইন্টাল
1000 কিলোগ্রাম = 1 মেট্রিকটন
10 কুইন্টাল = 1 মেট্রিকটন
20.10 মিলিলিটার = 1 সেন্টিলিটার।
10 সেন্টিলিটার = 1 ডেসিলিটার।
10 ডেসিলিটার = 1 লিটার।
10 লিটার = 1 ডেকালিটার।
10 ডেকালিটার = 1 হেক্টোলিটার।
10 হেক্টোলিটার = 1 কিলোলিটার।
100 বর্গ মিলিমিটার = 1 বর্গসেন্টিমিটার।
100 বর্গসেন্টিমিটার = 1 বর্গডেসিমিটার।
100 বর্গ ডেসিমিটার = 1 বর্গমিটার।
100 বর্গ মিটার = 1 বর্গডেকামিটার (1 এয়র)।
100 বর্গ ডেকামিটার = 1 বর্গহেক্টোমিটার (1 হেক্টর)।
100 বর্গ হেক্টোমিটার = 1 বর্গকিলোমিটার।
21. জমির পরিমাপ
1 বিঘা = 14,400 বর্গফুট
1 বিঘা = 1600 বর্গগজ
1 বিঘা = 20 কাঠা
1 বিঘা = 1 বর্গরাশি
1 বিঘা = 33 শতক
1 কাঠা = 720 বর্গফুট(18″)
1 কাঠা = 80 বর্গগজ
1কাঠা= 1.65 শতক/শতাংশ
1 কাঠা = 16 ছটাক
1 বিঘা= 20 কাঠা
1 একর= 60.5 কাঠা
1 একর = 3 বিঘা 8 ছটাক
1 একর=43560 বর্গফুট
1 একর= 60.5 কাঠা
1 একর= 100 শতক
1একর= 4840 বর্গগজ
1 একর= 10 বর্গ চেইন
1 চেইন= 22 গজ
1 বর্গ চেইন= 484 বর্গগজ
1 ছটাক= 0.10313 শতক
1 ছটাক= 45.54বর্গফুট (18″)
1 ছটাক= 5.01বর্গগজ
1 বর্গগজ= 9বর্গফুট
1 বর্গফুট= 144 বর্গ ইঞ্চি
1 বর্গ কিমি=247 একর
1 বর্গমাইল= 640 একর
1 শতক = 65.45 বর্গ ইঞ্চি
1 শতক = 435.6 বর্গফুট
1 শতাংশ=100 অযুতাংশ
1 শতাংশ=48.40 বর্গগজ
5 শতাংশ= 3 কাঠা
10 শতাংশ= 4356 বর্গফুট
1 বর্গমিটার=1.196 বর্গগজ
1 বর্গমিটার=10.76 বর্গফুট (প্রায়)
1 হেক্টর=2.47 একর (প্রায়)
1 হেক্টর=7.47 বিঘা
1 হেক্টর= 10000 বর্গমিটার
1 হেক্টর= 100 এয়র
1 এয়র= 100 বর্গমিটার
1 বর্গ মাইল= 640 বর্গ একর
1 বর্গহাত = 1 গণ্ডা। 4 বর্গহাত = 4 গন্ডা = 9 বর্গফুট = 0.84 বর্গমিটার।
1 ছটাক= 20 গণ্ডা
1 কাঠা= 66.89 বর্গমিটার।
1 বিঘা = 1337.8 বর্গমিটার
1 একর = 4046.24 বর্গমিটার।
1 শতক =1000 বর্গ কড়ি।
1 বর্গমাইল = 1936বিঘা।
10 ঘন মিটার = 1 ঘন স্টেয়র।
10 ঘন স্টেয়র = 1 ডেকাস্টেয়র।
1 স্টেয়র = 35.3 ঘনফুট।
1 ডেকাস্টেয়র =13.08 ঘনগজ।
22.ওজন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক :-
1 গ্রাম = 0.0022 পাউন্ড
1 গ্রাম= 0.086 তােলা
1 পাউন্ড=0.4536 কেজি
1 সের =0.93 কিলােগ্রাম
1 বৃটিশ টন= 27 মণ 9 সের।
1 বৃটিশ টন= 1 মেট্রিকটন 16 কিলােগ্রাম (kg)
23.
1 ভরি = 16 আনা ;
1 আনা = 6 রতি
1 গজ = 3 ফুট
1 গজ = 2 হাত
1 রড= 25 লিংক
1 মাইল= 4 রড
1 মাইল= 8 ফার্লং
1 ফার্লং= 10 চেইন
1 মিটার = 39.37 ইঞ্চি
24.সূক্ষ্ম হিসেব
1 গ্রেন = 1 টি গমের সমান।
1 রতি = 2 গ্রেন বা 120 মিলিগ্রাম ( 6 টি চালের সমান )।
1 মাশা = ৪ রতি
1 মাশা = 15 গ্রেন
1 মাশা = 1 গ্রাম
8 রতি = 15 গ্রেন
15 গ্রেন = 1 গ্রাম
1 তােলা = 12 মাশা
1 তােলা = 12 গ্রাম
5 তােলা = 2 আউন্স,
1 তােলা = 3 ড্রাম চা চামচ
1 ছটাক = 5 তােলা
1 ছটাক= 2 আউন্স,
1 ছটাক = 60 গ্রাম
1 আউন্স = 30 গ্রাম
1 আউন্স = 8 ড্রাম
1 আউন্স= ½ ছটাক
1 সের = 16 ছটাক
16 ছটাক= 960 গ্রাম
1 সের= 32 আউন্স
1 সের= 960 গ্রাম।
1 টেবিল চামচ = 3 চা চামচ
1 কাপ = 16 টেবিল চামচ
1 কাপ = 48 চা চামচ
1 পাউণ্ড = 16 আউন্স
1 পাউণ্ড= ½সের
1 পাউণ্ড= 480 গ্রাম
1 গ্রেন = 60 মিলি গ্রাম
1 গ্রেন = 1 মিনিম ( ফোটা )।
1 গ্রাম = 1 মিলি . লিটার বা সি.সি. 15 গ্রেন বা 15 ফোঁটা।
1 মিলিগ্রাম = 1000 মাইকোগ্রাম ।
1 গ্রাম = 1000 মিলিগ্রাম ।
1 কিলােগ্রাম = 1000 গ্রাম ।
1 কিলােগ্রাম= 2.2 পাউণ্ড 1 সের
1 ছটাক = 1000 গ্রাম ।
প্রসঙ্গতঃ উল্লেখ্য , যেখানে যেখানে টেবিল চামচের উল্লেখ না করে চামচের কথা বলা হয়েছে , সেখানে সেখানে তা চা – চামচ বলে ধরে নিতে হবে । 3 চা – চামচে 1 টেবিল চামচ হয়।
No comments:
Post a Comment
Your comments...our inspiration ... thanks!